top of page

সুধীরকুমার মিত্র

সম্পাদনা

পল্লব মিত্র

প্রত্নতত্ত্ববিদ 'হুগলী জেলার ইতিহাস' রচয়িতা সুধীর কুমার মিত্র ১৯০৯ সালে পৈতৃক নিবাস হুগলীর হরিপালের জেজুর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আশুতোষ মিত্র ছিলেন বিলিতি কোম্পানীর বড়বাবু। মা রাধারানী দেবী মহাত্মা কালীপ্রসন্ন সিংহের ভ্রাতৃস্প্রেীত্রীর মেয়ে। ছোটবেলা থেকেই পড়াশুনোর পরিবেশেই তার বড় হওয়া, গ্রামের স্কুলে কয়েক বছর পড়াশোনার পর কলকাতায় আগমন। উত্তর কলকাতায় বসবাস শুরু। স্থানীয় স্কটিশচার্চ স্কুল ও কলেজে পড়াশোনা, বিজ্ঞানে স্নাতক। ২৩ বছর বয়সেই লিখেছিলেন স্থানীয় গ্রামে অঞ্চলচর্চা ও পারিবারিক বংশ বলীর পরিচয় 'জেজুরের মিত্র বংশ'। যে গ্রন্থ পাঠ করে আশীর্বানী পাঠান রবীন্দ্রনাথ ঠাকুর। অঞ্চলচর্চা আঞ্চলিক ইতিহাসের প্রতি অমোঘ আকর্ষনে তিনি ঘুরে বেরিয়েছেন হুগলী জেলার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত। ১৮০০ গ্রাম পরিক্রমা করে ৮ বছরের পরিশ্রমে মাত্র ৩৮ বছর বয়সে লেখেন ১১০০ পাতার ৪০০ ছবি সহ ইতিহাস গ্রন্থ 'হুগলী জেলার ইতিহাস'। সেই গ্রন্থ পাঠ করে আচার্য যদুনাথ সরকার লিখেছিলেন- "প্রতিটি বাঙ্গালীর এই গ্রন্থ পাঠ অবশ্যই প্রয়োজন, তার দেশ ও সমাজকে যথাযথ জানতে ও বুঝতে।"

পরাধীন দেশে জন্মগ্রহণ করার জন্য কাছ থেকেই দেখেছেন স্বাধীনতার নানা আন্দোলন ও বিপ্লবীদের মহান আত্মত্যাগ। ইতিহাস গ্রন্থ প্রকাশের পরেই প্রকাশকদের অনুরোধে ১৯৪৮-১৯৫২ সালের মধ্যে একে একে তিনি লিখেছিলেন নানান বিপ্লবী ও মনীষীদের সচিত্র জীবনী। একে একে প্রকাশ পায় কানাইলাল দত্ত, রাসবিহারী বসু, বাঘাযতীন, নেতাজী সুভাষ ও প্রফুল্ল চাকীর জীবনী গ্রন্থ, পাশাপাশি 'যুগবতার শ্রীরামকৃষ্ণ', 'ভক্ত বৈভব গিরিশচন্দ্র', 'যুগাচার্য বিবেকানন্দ' ও 'আমাদের বাপুজী' এই গ্রন্থগুলি তিনি একে একে রচনা করেন।

প্রায় ৭ দশকের আগে প্রকাশিত সেইসব গ্রন্থগুলি দীর্ঘকাল অমুদ্রিত ছিল। ২০০৭ সালে তাঁর প্রাক জন্মশতবর্ষ উপলক্ষে পাঁচ বিপ্লবীর জীবনী গ্রন্থ একত্রকরে প্রকাশিত হয় 'বাংলার পাঁচ স্মরণীয় বিপ্লবী নামে। তৎকালীন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টচার্য মহাকরণে তার ঘরে শতবর্ষ সমিতির কার্যকরী সভাপতি মন্ত্রী প্রতীম চট্টোপাধ্যায়, সম্পাদক মণিদীপ চট্টোপাধ্যায় ও বর্তমান সম্পাদকের উপস্থিতিতে এই গ্রন্থ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেন, কয়েক মাসের মধ্যেই গ্রন্থটি নিঃশেষ হয়ে যায়। এরপর দীর্ঘ ১৬ বছর যাবৎ এই গ্রন্থটির প্রয়োজন অনুভূত হচ্ছিল।

আশার কথা তুহিনা প্রকাশনীর কর্ণধার ইতিহাস প্রেমী শ্রী হিংমাংশু মাইতি বহু কষ্ট করে এই বইটি সংগ্রহ করে নবকলেবরে আবার উৎসাহী পাঠকদের হাতে তুলে দেবার কাজে আগ্রহী হন। লেখকের মূল বইয়ের প্রতিটি শব্দ ও গ্রন্থে ব্যবহৃত সমস্ত আলোকচিত্র ও গ্রন্থের প্রচ্ছদ অবিকৃত রেখে বর্তমানে এই নবতন সংস্করণটি পাঠকদের হাতে তুলে দেবার জন্য তুহিনী প্রকাশনী অবশ্যই কৃতজ্ঞতার দাবীদার।

বাংলার পাঁচ স্মরণীয় বিপ্লবী

SKU: 9789348147066
₹425.00 Regular Price
₹340.00Sale Price
Quantity
    bottom of page